সিলেটপোস্ট রিপোর্ট::বাকশাল গঠন করে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছিল শেখ মুজিব আর গণতন্ত্র পুনরোদ্ধারে মুক্তির নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বললেন ৭ই নভেম্বরের ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় ইতালি বিএনপির নির্বাচিত সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন। তিনি সভার সভাপতির বক্তব্যে আরও বলেন,
শহীদ জিয়া শুধু বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তাই নন, একই সাথে বাকশাল বিলুপ্ত করে আওয়ামী লীগকেও পুন:জন্ম দিয়েছেন।
ইতালিস্থ জাতীয়তাবাদী দল, কেন্দ্রীয় কমিটির আয়োজনে সাধারন সম্পাদক খন্দকার নাসির উদ্দিনের পরিচালনা সভায় বক্তারা বলেন, আজকের ৭ই নভেম্বর বাংলাদেশী জাতীয়তাবাদী বিশ্বাসীদের, কোন বাঙ্গালী জাতীয়তাবাদদের নয়। যারা বিএনপির মুখোশ পড়ে তাবেদারী রাজনীতি করে দলের ক্ষতি করে যাচ্ছে, তাদের জন্য জাতীয় বিপ্লব ও সংহতি দিবস করার অধিকার নেই।
তারা আরও বলেন, সময় এখনি, শহীদ জিয়ার র্আদশে অনুপ্রানিত হয়ে দেশের গণতন্ত্র মুক্ত করতে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ডাকে প্রবাস থেকে কঠোর কর্মসূচী দিতে হবে। যার ফলে দেশের গনতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ইতালী কেন্দ্রীয় কমিটির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রোমের স্থানীয় একটি হলে আলোচনা সভায় উপস্থিত ছিলেন দলের সিনিয়র সহ সভাপতি জিয়াউল হক জিয়া, সহ সভাপতি মো: নিজাম উদ্দিন, নূরুল আবছার, লায়লা শাহ, যুগ্ম সাধারন সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক এম শাহজাহান ভূইয়া, রহুল আমিন রাহুল, রাজু মুন্সি, এমডি শাকিল খান (গেন্দু), স্বেচ্ছাসেবক সম্পাদক মাইনুদ্দিন হাসান, সহ প্রচার সম্পাদক নিরব খান, খান রবিন, ছাত্র বিষয়ক সম্পাদক অাব্দুল আলিম, আহম্মেদ জালাল, খোরশেদ আলম, সায়মা রহমান রহিম মোল্লা প্রমূখ।