সিলেটপোস্ট রিপোর্ট::আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি ছাত্রলীগের উদ্দেশ্যে বলেন, ‘কিছু কিছু ঘটনার কারণে দল খুবই বিব্রত। সিলেট এবং চট্টগ্রামে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা তথ্য সন্ত্রাস নয়। সবসময় মনে রাখতে হবে সত্যকে পাশ কাটিয়ে চলে যাওয়া কোনো সমাধান নয়। অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠান বন্ধ ঘোষণাও কোনো সমাধান নয়। এক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিতে হবে।’
শুধু কমিটি বিলুপ্তি না করে অপরাধে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন সাবেক এই তুখোড় ছাত্রনেতা।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদালয়ের টিএসসি মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই দু’টি বিতরণ অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।
কমিটিগত জটিলতা অনেকটা দূর হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগের কমিটি তারা নিজেরাই নির্ধারণ করবে। শেখ হাসিনা ছাড়া আর কারো কথা শোনার প্রয়োজন ছাত্রলীগের নেই। অন্য নেতাদের কথা শুনলে তারা ছাত্রলীগকে পাহারাদার হিসেবে ব্যবহার করবে।’
ওবায়দুল কাদের বলেন, কোথাও কোনো ঝামেলা সৃষ্টি হলে কমিটি বিলুপ্তি কোনো সমাধান নয়। অপরাধীদের শাস্তি দিতে হবে। ছাত্রলীগ নেতাদের আধিপত্য বিস্তারের পাহারাদার হলে চলবে না। মানুষের কল্যাণে কাজ করতে হবে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাবি শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।