
বয়স ও অক্ষমতাকে দূরে রেখে জ্ঞান অর্জনের জন্য আজই অক্ষর কমিউনিটি স্কুলে ভর্তি হয়ে নিজেকে শিক্ষিত করে গড়ে তুলুন। তিনি বলেন, যারা লেখাপড়া জানেন না, বয়স্ক মানুষদের অক্ষর জ্ঞান অর্জনে এই স্কুল যারা চালু করেছেন তারাই প্রকৃত দেশপ্রেমিক।
খন্দকার আব্দুল মুক্তাদির অাজ ১০ নভেম্বর শুক্রবার বিকেলে সিলেট সদর উপজেলার বালুচরের গিয়াস মেম্ববার এর বাড়ীতে মানব সেবা সংঘ ও ন্যাশনালী এডুকেশন ট্রাস্ট আয়োজিত অক্ষর কমিউনিটি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সমাজসেবী সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং নির্ঝয় রায় ও আবু বকর সিদ্দিকীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মঈন উদ্দিন আহমদ, গিয়াস আহমদ, জমির উদ্দিন, ফয়জুর রহমান, আবুল বাছিত, ফারুক আহমদ, সাহাবুদ্দীন সাবু, হাজী ইছহাক আহমদ, মুহিবুর রহমান চৌধুরী, আব্দুর আলীম, জালাল উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এটিএম বেলায়েত হোসেন মোহন, জাহেদ আহমদ, মকসুদ আহমদ, আলতাফ হোসেন সুমন, কামরান হোসেন হেলাল, সাহেদ আহমদ, এহতেশাম আলমদ সবুজ, সাইদুর রহমান, কামরুল হাসান, হাসান মঈন উদ্দিন আহমদ, মাজেদ খান, এনামুল আজীজ মুন্না, তামিন মেহদী প্রিন্স, মুন্না ঘোষ, সাহেদ আহমদ, মিনার খান মুহিন, আলী আরজাদ, শাহ সুলেমান আহমদ, সালমান রাজ খান ইমন, জাবেদ আহমদ, সাইফুর রহমান মাসুদ, জাবেদ আহমদ, সুদিপ জ্যোতি এষ, সুয়েব আহমদ, ফাহাদ আহমদ, মকসুদুল করিম, বদরুল ইসলাম, রুহুল আমিন রাহেল, জুনেদ আহমদ রাফি প্রমুখ।
অনুষ্ঠান শেষ পর্যায়ে শিক্ষার্থীদের বই বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।-প্রেস বিজ্ঞপ্তি