সিলেটপোস্ট রিপোর্ট::হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় এক তরুণীকে বাড়ি থেকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় মাহবুবুল ইসলাম সুমন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।
মাহবুবুল ইসলাম সুমন হবিগঞ্জ সদর উপজেলার উচাইল শংকরপাশা গ্রামের জাকির হোসেন ওরফে নানু মাস্টারের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২ জানুয়ারি ওই তরুণীকে বাড়ি থেকে অপহরণ করে তুলে নিয়ে যায় সুমন। পরে তাকে বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণ করেন তিনি।
এ ঘটনায় ওই দিন রাতেই মেয়ের চাচাতো ভাই ইউনুছ মিয়া বাদী হয়ে সুমন ও তার বাবা নানু মাস্টারের বিরুদ্ধে মাধবপুর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। পরে মামলাটি দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ৩০ সেপ্টেম্বর পুলিশ আসামি সুমনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।
আসামি সুমন বর্তমানে পলাতক রয়েছেন।
বাদী পক্ষের আইনজীবী নারী ও শিশু আদালতের স্পেশাল পিপি আবুল হাশিম মোল্লা মাসুম যাবজ্জীবন সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।