সিলেটপোস্ট রিপোর্ট::পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম আসরেই তাকে নিয়ে ছিল ব্যাপক আগ্রহ। কিন্তু কিন্তু সেবার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে পিএসএলে খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরির ঝুঁকি এড়াতেই ছিল ওই সিদ্ধান্ত। আর দ্বিতীয় পিএসএলের আগে তো মোস্তাফিজ ছিলেন সদ্য ইনজুরি থেকে ফেরা। তবে সবকিছু ঠিক থাকলে তৃতীয় পিএসএলে ঠিকই দেখা যাবে বাংলাদেশের এই বাঁহাতি বিস্ময় পেসারকে। রোববার লাহোরে শুরু হয়েছে ২০১৮ সালের পিএসএলের প্লেয়ার্স ড্রাফট। যেখানে ডায়মন্ড ক্যাটাগরির মোস্তাফিজকে দলে নিয়েছেন লাহোর কালান্দার্স।
বাংলাদেশের আরেক ক্রিকেটার তামিম ইকবালকে কিনে নিয়েছেন পেশোয়ার জালমি। তামিম আগের আসরেও খেলেছেন পেশোয়ারে। তবে এবার তাকে ছেড়ে দিয়েছিল দলটি। নিলামের শুরুতেই অবশ্য তামিমের ডাক এলে তাকে দলে ফিরিয়ে নেয় পেশোয়ার। সাকিব আল হাসানকে রেখে দিয়ে তামিম ইকবালকে ছেড়ে দিয়েছিল তারা। আগের আসরের মতো আসছে আসরেও তাই সাকিব ও তামিমকে এক দলেই দেখা যাবে।