সিলেটপোস্ট রিপোর্ট::ভারতের জয়পুর থেকে ৪৪ যাত্রী নিয়ে দিল্লি যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমানের। কিন্তু যাত্রীদের ফেলে রেখে মধ্যরাতেই পাইলট সেই বিমান ত্যাগ করেন। প্রায় শতভাগ ভর্তুকিতে চলা অ্যালায়েন্স এয়ারের এক পাইলটের বিরুদ্ধে সম্প্রতি এমনই অভিনব অভিযোগ উঠেছে।
শনিবার ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, বিমানের যাত্রীরা পাইলটকে এমন অদ্ভুত আচরণের কারণ জানতে চাইলে সাফ জানান ‘ডিউটি আওয়ার্স শেষ!’
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার যাত্রীদের ওই অবস্থাতেই রেখে বিমানবন্দর ত্যাগ করেন তিনি। ফলে কিছু যাত্রী হোটেলে যান। আর বাকিরা স্থলপথেই দিল্লি রওনা দেন। পরদিন সকালে বাকি যাত্রীদের তুলে দেয়া হয় অন্য বিমানে।
এ বিষয়ে জয়পুরের সঙ্গনের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার কারণেই এমনটি ঘটেছে। ডিজিসিএ’র নিয়ম অনুযায়ী কোনো পাইলটের পক্ষে নির্ধারিত সময়ের বেশি কাজ করা সম্ভব নয়।
ওই পাইলটের ব্যাপারে কর্তৃপক্ষ জানায়, দিল্লি থেকে জয়পুর আসা সেই বিমানের চালকের বুধবার রাতেই আবার দিল্লি ফেরার কথা ছিল। কিন্তু দিল্লি থেকে বিমান ছাড়তে বেশ দেরি হয়। ফলে সেই বিমান জয়পুর পৌঁছায় রাত দেড়টা নাগাদ। তাই ডিউটির সময় শেষ হয়ে যাওয়ায় পাইলটের পক্ষে আর বিমান চালানো সম্ভব হয়নি।
ওই ঘটনায় আইন লঙ্ঘিত হয়নি বলেও দাবি করে কর্তৃপক্ষ।