সিলেটপোস্ট রিপোর্ট::সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষা চলাকালীণ সময়ে মোবাইল ফোনে প্রশ্নপ্রত্র ফাঁসে অভিযোগে একজন শিক্ষক ও একজন দপ্তরীকে ৫ বছরের জন্য পরীক্ষা কেন্দ্রে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া ওই দুইজনের উপর মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমন চন্দ্র দাশ।
পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামাল উদ্দিন জারিমানা দেন ৫ হাজার টাকা এবং গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের দপ্তরী রজনী কান্ত দে জরিমানা দেন ১০ হাজার টাকা।