সিলেটপোস্ট রিপোর্ট::বিমানের ভেতরের কথা মনে হলেও চোখের সামনে ভেসে উঠবে সারি সারি বিলাসবহুল আসন আর যাত্রীদের দেখাশোনা করা বিমানবালাদের ছবি। কিন্তু সেই বিমান যদি পরিণত হয় বাড়িতে। যেখানে থাকবে রান্না ও শোবার ঘর! বিষয়টি মেনে নেয়া কঠিন হলেও মার্কিন ইঞ্জিনিয়র ব্রুস ক্যাম্পবেল তাই করেছেন। তবে আর সবার মতো কংক্রিটের কাঠামো করে বিমানরূপী বাড়ি বানাননি তিনি। উল্টে একটা আস্ত বিমানকেই বিলাসবহুল বাড়িতে পরিণত করে ফেলেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার সচিত্র এক প্রতিবেদনে বলা হয়, ইঞ্জিনিয়ার ব্রুস ক্যাম্পবেল আথেন্স বিমানবন্দর থেকে ১ লাখ ডলার দিয়ে ১৯৯৯ সালে একটি পুরনো বোয়িং ৭২৭ বিমান কেনেন। যাত্রীবাহী বিমানটি আগেই কাজ থেকে অবসর নিয়েছিল।
ব্রুস প্রথমে বিমানটি মেরামতির করার জন্য কিনেছিলেন। কিন্তু তারপর মত বদলে সেটিকে ‘ফরেস্ট হাউস’এ পরিণত করেন।
যুক্তরাষ্ট্রের অরিগন জঙ্গলে রয়েছে এই ফরেস্ট হাউস।
বিমানটির ভেতরে রান্নাঘর, শোবার ঘর, বাথরুমের মতো সব কিছুরই ব্যবস্থা রয়েছে। তাও আবার যেমন তেমন নয়। শুধু রান্নাঘরটি দেখলেই চমকে যাবেন। ঠিক যেন অত্যাধুনিক মডিউলার কিচেন।
আর বিমানের ককপিট? সবুজে ঘেরা প্রকৃতির মধ্যে কাঁচ ঘেরা ওই ঘরে বসে বই পড়তে পারবেন.. কিংবা শুনতে পারবেন গান। ককপিটকে বিনোদনের ঘর হিসাবে ব্যবহার করেন ব্রুস।
সম্প্রতি এই প্লেন হাউসকে পর্যটনের কাজে লাগানোর জন্য সরকারি স্তরে কথাবার্তা শুরু হয়েছে।
এত দিন এই ঘরেই দিন কাটাচ্ছিলেন ব্রুস। এ বার তার লক্ষ্য জাপান। ব্রুসের ইচ্ছে জাপানের মিয়াজাকি শহরের কাছে জঙ্গলে এরকম একটা ফরেস্ট হাউস বানানোর।