সিলেটপোস্ট রিপোর্ট::সিলেটের ওসমানীনগর উপজেলার সীমান্তবর্তী শেরপুর এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ রানু বেগম (৪৪) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। রানু বেগম মৌলভীবাজার উপজেলার শেরপুর ব্রাক্ষ্মন গ্রাম (মেশিনহাটি) এলাকার মৃত দিলাওয়র মিয়ার স্ত্রী।
রবিবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বসত ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় আটককৃতের দেহ ও বসত ঘর তল্লাশী করে ৫০০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
শেরপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আবু সাঈদ গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যাসায়ী রানুকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।