সংবাদ শিরোনাম
দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ভারতীয় ৭১ টি গরুসহ চোরাকারবারি আটক  » «   হুমায়ুন রশিদ চত্বরে চাদাঁবাজ সন্ত্রাসীদের কাছে জিম্মি অটোরিক্সা চালক শ্রমিকরা-অভিযোগ  » «   ১ মন গাঁজাসহ সিলেটের ৩ কারবারি নবীগঞ্জে আটক  » «   প্রবীণের বুদ্ধি নবীনের শক্তির সমন্বয়ে সমাজের অন্যায় অবিচার দূর করতে হবে-জেলা প্রশাসক শেখ রাসেল হাসান  » «   জৈন্তাপুরে কর্মরত সাংবাদিকদের সাথে জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাসিক প্রেস-ব্রিফিং  » «   গোয়াইনঘাটে পানিতে পড়ে শিশুর মৃত্যু  » «   যাদুকাটায় নৌকা ডুবে পাথর শ্রমিকের মৃত্যু  » «   দোয়ারাবাজারে অবৈধ ভাবে বসত ঘরসহ দোকান পার্ট নির্মান ও রাস্তার গাছ কাটার অভিযোগ  » «   সিলেটে জন্ম নিবন্ধন করাতে গিয়ে বিপাকে পড়ছেন অভিভাবকরা  » «   সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) র‍্যালি অনুষ্ঠিত  » «   দক্ষ জনশক্তি দেশ বিদেশের শ্রমবাজারে অবদান রাখবে-শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  » «   খালেদা জিয়ার মুক্তি ও বিদেশযাত্রা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে-নাসিম হোসাইন  » «   দোয়ারাবাজারে ভারতীয় চিনিসহ আটক ২    » «   দোয়ারাবাজারে চোরাইপথে আসা ভারতীয় ৩৬ গরুসহ আটক ৮  » «   চুনারুঘাটে বানের পানির মত আসছে বিভিন্ন প্রকার মাদক  » «  

অঙ্কের হিসাবে ‘টাইটানিক’এর নায়ক জ্যাক বেঁচে যেত

10সিলেটপোস্ট রিপোর্ট::১৯৯৭ সালের হলিউড ছবি ‘টাইটানিক’ কি এখনও আপনাকে আলোড়িত করে? টিভিতে ‘টাইটানিক’ দিলে কি নাওয়া-খাওয়া ভুলে বসে পড়েন আপনিও? বিশ্বের অধিকাংশ সিনেমা-প্রেমিকই এর উত্তরে হ্যাঁ বলবেন। জেমস ক্যামেরন পরিচালিত এই ব্লকবাস্টারটি দুই দশক অতিক্রম করেও আজও তুমুল জনপ্রিয়।

একেবারে নতুন প্রজন্মের ছেলেময়েরাও এক বা একাধিক বার দেখেছে ‘টাইটানিক’। কিংবদন্তির সেই জাহাজে চড়ে স্বপ্নের পাড়ি দিয়েছে কল্পলোকে। আধুনিক ট্র্যাজেডির প্রকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়ায় এই ছবি। বিচ্ছেদ, আরও ভালভাবে বললে চিরবিচ্ছেদের এই মর্মান্তিক কাহিনীর মধ্যে কোথাও চিরায়ত সত্যের সন্ধান পান দর্শকরা। তাই আজ আর ‘টাইটানিক’ নিছক কোনও সিনেমার নাম নয়, আধুনিক পৃথিবীতে ‘সুন্দর’ এর এক নিরালা উদাহরণ।

মুক্তির পর থেকে জীবন কুড়ি কুড়ি বছরের পার হয়ে গেলেও ‘টাইটানিক’ কিন্তু আজও ভেসে রয়েছে গণমানষে। বহমান রয়েছে ছবিটিকে নিয়ে বিতর্কও। ২০১৭ এর গোড়ার দিকে অনেকেই বলতে শুরু করেন, এই ছবির নায়ক জ্যাককে (ভূমিকায় লিওনার্দো ডিক্যাপ্রিও) মোটেই মরতে হত না। নায়িকা রোজ (ভূমিকায় কেট উইনস্লেট) এর সঙ্গে তার দিব্বি মিলন ঘটতে পারতো। পরিচালক ক্যামেরন চেয়েছিলেন বলেই জ্যাককে মরতে হয়েছে।

ছবির অন্তিমে টাইটানিক ডুবে যাওয়ার পর একটা ভাঙা দরজাকে ভর করে জ্যাক ও রোজ ভাসছিল রাত্রির অন্ধকার হিম সমুদ্রের মাধখানে। রোজ ছিল দরজাটায় ভর করে আর জ্যাক পানিতে সাঁতরাতে সাঁতরাতে ভাসিয়ে রাখছিল রোজ-সহ সেই দরজাটাকে। এক সময় গভীর ঠাণ্ডায়, শারীরিক অবসন্নতায় জ্যাকের মুঠো শিথিল হয়ে আসে। ক্রমে সে ডুবে যায় অতলান্তিকের গহীনে। রচিত হয় চিরবিচ্ছেদের এক অনুপম আখ্যান। কিন্তু, কমবেশি দুই প্রজন্মের দর্শক ২০১৭ সালের গোড়ার দিকে রব তোলেন— জ্যাক অনায়াসে ভাসমান দরজাটায় ভর করে ভেসে থাকতে পারতো। সে ও রোজ দু’জনেই বেঁচে যেত এতে।

জ্যাক ও রোজ, ‘টাইটানিক’(১৯৯৭)

তর্ক এমন এক জায়গায় পৌঁছায় যে, স্বয়ং পরিচালককে এসে নামতে হয় বিতর্কের কেন্দ্রে। তিনি জানান, ওই দরজার পাটাতনে যদি জ্যাক ও রোজ দু’জনেই চড়ে বসত, তা হলে নির্ঘাত ওই পাটাতন ডুবে যেত এবং দুই জনের একজনও বাঁচত না। আর রোজ না বেঁচে থাকলে চিত্রনাট্যটাই সম্ভব হতো না। তার স্মৃতি থেকেই তো নির্মিত হয় এই ছবির কাহিনী।

ব্যাপার তখনকার মতো মিটে গেলেও পরে বছরের শেষে আবার এই বিতর্ককে চাগিয়ে তুলল যারা, তারা একান্তভাবেই এই প্রজন্মের। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য মিরর’ এ প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার অ্যাডেলেইডের ওয়েস্টমিনস্টার স্কুলের ১০ ছাত্রী অঙ্কের হিসেব দাখিল করে জানাল, জ্যাককে রীতিমতো বাঁচানো যেত।

দেখুন ‘টাইটানিক’ ছবিতে জ্যাকের তলিয়ে যাওয়ার দৃশ্য

ভিডিও …

এই ছাত্রীদের বক্তব্য ‘জ্যাক আর রোজ যদি তাদের শরীরে লাইফ জ্যাকেট চড়িয়ে পাটাতন ধরে ভেসে থাকত, তা হলে কাউকেই মরতে হতো না।’

এই ১০ ছাত্রীর দলটি অক্টোবরে ন্যাশনাল ম্যাথস ট্যালেন্ট কোয়েস্ট-এ অংশ নেয়। তারা জানায়, দরজার প্লবতাকে হিসাব করে তারা দেখেছে, যদি তার ওপরে লোক চড়ে বসে, তবে তার ভেসে থাকার ক্ষমতা কমে না। বরং তা বেড়ে যায়। সুতরাং, জ্যাক ও রোজ দু’জনেই বেঁচে থাকত বহাল তবিয়তে।

ভারতের এবেলা পত্রিকার খবরে বলা হয়, ছবিতে দেখা গেছে, জ্যাক তলিয়ে যাওয়ার খানিক পরই রোজকে উদ্ধার করে একটি লাইফ বোট। সুতরাং জ্যাক পাটাতনে থাকলে সেও উদ্ধার পেত। ক্যামেরন চাননি বলেই তাকে মরতে হয়।

এমন অকাট্য গণিতের সামনে পরিচালক ক্যামেরন কী বলবেন?

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.