সিলেটপোস্ট রিপোর্ট::নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক মামলায় সিলেটের ২ যুবককে গ্রেফতার করে পুলিশ। গত ১২ নভেম্বর রোববার দুপুর ১টায় রাজধানীর রমনা থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত মামলায় ২য় আসামী মোসাদ্দিক হোসেন সিলেটের ওসমানীনগর থানার নিজ মান্দারুকা গ্রামের মৃত লেবু মিয়ার পুত্র অপরজন মো. রাসেল আহমদ একই উপজেলার কাটালপুর গ্রামের তুলা মিয়ার পুত্র। বাকী ২ আসামী সাহেদ আহমদ ও এখলাছ রহমান বর্তমানে পলাতক রয়েছে।
জানা যায়, ঢাকা মোকাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন জান্নাতুল ফেরদৌস সোনিয়া। পিটিশন মামলা নং- ১৩৬/১৭। মামলায় উল্লেখ করেন, গেল বছরের ১৯ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মামলায় উল্লেখিত ১নং আসামী ধর্ষণ করেন এবং মামলায় ২য়, ৩য় ও ৪র্থ আসামী ধর্ষণের চিত্র ভিডিওধারণ করে ইন্টারনেটে ছাড়ার হুমকি প্রদান করেন। জান্নাতুল ফেরদৌস সোনিয়াকে ঢাকার মতিঝিল থানার হোটেল রমনিয়া ইন্টারন্যাশালে নেশাজাতীয় কোক ও বিরিয়ানী খাইয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে এ মামলা দায়ের করেন। মামলায় জান্নাতুল ফেরদৌস সোনিয়া উল্লেখ করেন, তাকে ভিডিও চিত্র ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে ৩ লক্ষ টাকা হাতিয়ে নেয় আসামীরা। এ মামলায় ঢাকার রমনা থানা পুলিশ তাদের গ্রেফতার করে।