সিলেটপোস্ট রিপোর্ট::সিলেটের দক্ষিণ সুরমার সাদিপুর গ্রামে স্বামীর উপর অভিমান করে এক ছয় মাসের অন্ত:সত্ত্বা স্ত্রী বিষপান করেছেন। বিষপানে অসুস্থ অঞ্জলী রানী সরকার (২২) কমলগঞ্জের ভানুগাছ গ্রামের মৎসজীবী রায়বিন্দু সরকারের স্ত্রী। তার পিতার নাম মৃত ভুপেন্দ্র সরকার।
বুধবার বেলা ৩ টার দিকে ছয় মাসের অন্ত:সত্ত্বা নারী বিষপান করেন। সন্ধ্যা ৬টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছেন তার পরিবারের সদস্যরা।
ঐ নারীর আত্বীয় দেবাশীষ সরকার জানান- রায়বিন্দু সরকার ও তার স্ত্রী অঞ্জলী রানী সরকার সিলেটের দক্ষিণ সুরমার সাদিপুর গ্রামে একটি ভাড়া বাসায় থাকেন। মঙ্গলবার রায়বিন্দু সরকার হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন। বুধবার দুপুর পর্যন্ত তিনি বাসায় ফিরে না আসায় স্বামীর উপর অভিমান করে বিকাল ৩টার দিকে পান করে। খবর পেয়ে আমরা তার ঘরে গিয়ে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।
বিষপান করা অঞ্জলী রানী সরকার (২২) বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলার ৩ নম্বর ওয়ার্ডে চিতিৎসাধীন আছেন। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত ডাক্তাররা।