সিলেটপোস্ট রিপোর্ট::সিলেট শহরতলীর সালুটিকর এলাকার ব্রীজের নীচ থেকে ক্রাশার মেশিন, পানির মটর, অন্যান্য মেশিনের যন্ত্রপাতি সহ আনুমানিক ৬ লক্ষ্য টাকার মালামাল সহ ২ চোরকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ।
মঙ্গলবার ১৪ নভেম্বর আনুমানিক সময় বিকেল ৫টায় মালামাল গাড়ি দিয়ে নিয়ে যাওয়ার সময় তাদের দুজনকে ক্রাশার মেশিন সহ আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, ছালিয়া গ্রামের মৃত সমছু মিয়ার পুত্র আব্দুল হামিদ ওরফে কানা হামিদ (৫০), বাইশটিলা গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র লাল মিয়া (৩৫)। জালালাবাদ থানায় আটকের পর দুজনকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়।
জানা যায়, হামিদ এবং লাল মিয়া ঐ এলাকায় প্রায় সময় চুরি, ডাকাতি সহ নানা অপরাধ কর্মে লিপ্ত রয়েছে এবং হামিদের বিরুদ্ধে প্রফুল বাবু মেম্বার হত্যা মামলা সহ একাধিক মামলা থানায় রয়েছে। দুজনকে আটক করায় এলাকায় স্বস্থি ফিরে আসে।
এ ঘটনায় স্টোন ক্রাশারের মালিক হাজী আফসর আহমদ বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ওসি মোশাররফ হোসেনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করেন।