সিলেটপোস্ট রিপোর্ট::চুরি করতে গিয়ে গৃহস্তের ছাদ থেকে পড়ে মারাত্মক আহত হয়েছে এক চোর। সে এখন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর কাজলশাহ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা এবং পুলিশ সূত্রে জানা গেছে, কাজলশাহ এলাকার ব্যাবসায়ী ইকবালের বাসায় চুরি করতে ঢুকেছিলো ঐ চোর। বাসার কাজের ছেলে তাকে দেখে ফেলায় সে দ্রুত পালানোর চেষ্টা করে।
এসময় চতুর্থ তলা থেকে নিচে পড়ে মারাত্মক আহত হয়। তার কোমর এবং হাত পা ভেঙ্গে যায়।
তার কাছে চুরিকৃত কিছু মালামালও পাওয়া গেছে বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।
স্থানীয়রা পুলিশে খবর দিলে লামাবাজার পুলিশ ফাঁড়ির এস আই নজরুলের নেতৃত্বে একদল পুলিশ তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে সিলেটভিউ২৪কমকে বলেন, তার অবস্থা খুবই খারাপ। হাত পা কোমর ভেঙ্গে গেছে। তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানিয়েছেন, এ ব্যাপারে এখনও কোন মামলাদায়ের করা হয়নি।
চোরের নাম পরিচয় জানতে লামাবাজার পুলিশ ফাঁড়ির এস আই নজরুলের মোবাইলে কয়েকবার কল দিলেও তিনি ফোন ধরেননি।