সিলেটপোস্ট রিপোর্ট::বিশ্বনন্দিত পপ তারকা জেনিফার লোপেজ। নিজের গানের মাধ্যমে অগণিত শ্রোতার হৃদয় আগেই জয় করেছেন তিনি। শুধু গানেই নন, অভিনেত্রী হিসেবেও লোপেজ নিজের অভিনয়-পারফরম্যান্সের জাদু ছড়িয়েছেন। ধুন্দুমার অ্যাকশন দৃশ্যে যেমন দেখা গেছে তাকে তেমনি দেখা গেছে আবেদনময়ী রুপেও। তারই ধারাবাহিকতায় এবার নতুন ছবিতে কাজ করছেন তিনি। তবে এ ছবির নাম এখনও ঠিক হয়নি।
ছবিতে তার নায়ক হিসেবে দেখা যাবে ডাউনি জনসনকে। সম্প্রতি এ ছবির একটি রোমান্টিক দৃশ্যের শুটিং হয়েছে লস অ্যাঞ্জেলেসের একটি পাঁচ তারকা হোটেলে। এ দৃশ্যটি করতে গিয়ে নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। আর সেটি খোদ একটি ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন লোপেজ। ছবিটিতে দেখা গেছে লোপেজ কেবল হাত দিয়ে নিজের নগ্ন শরীর ঢাকবার চেষ্টা করেছেন। জানা গেছে বিগ ব্রিস এন্টারটেইনমেন্টের এ অ্যাকশন ছবিটির শুটিং সপ্তাহখানেক ধরেই করছেন লোপেজ। আর এর জন্য নিজের নতুন মিউজিক ভিডিওর কাজও পিছিয়ে দিয়েছেন তিনি। ছবিটি নিয়ে আশাবাদি লোপেজ বলেন, এ ছবিটির গল্প অত্যান্ত চমৎকার। নিজেকে অভিনেত্রী হিসেবে প্রকাশেরও দারুণ সুযোগ রয়েছে। আমার বিশ্বাস খুব ভালো কিছু হচ্ছে।