সিলেটপোস্ট রিপোর্ট::বাসা-বাড়িতে পুনরায় গ্যাস সংযোগ চালু করার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বুধবার জাতীয় সংসদে জাসদের লুৎফা তাহেরের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
নসরুল হামিদ বলেন, ‘পাইপ লাইনের মাধ্যমে গ্যাস দেয়া অনেক ব্যয়বহুল। তাই আমরা আবাসিক খাতে এলপিজি গ্যাস ব্যবহারকে উৎসাহিত করছি।’
তিনি বলেন, পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ ব্যয়বহুল হওয়ায় সরকার আবাসিক খাতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। ইতোমধ্যে দেশের ৭৫ শতাংশ এলাকা এলপিজির আওতায় চলে এসেছে।
বাকি এলাকাও শিগগিরই এর আওতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
তিনি বলেন, ইতোমধ্যে অনেক শিল্প-কারখানাও এলপিজি গ্যাসের আওতায় এসেছে।