সিলেটপোস্ট রিপোর্ট::বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্বে মঙ্গলবারের খেলায় জয় পেয়েছে শেখ রাসেল ও আরামবাগ ক্রীড়া সংঘ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় শেখ রাসেল ১-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে। দ্বিতীয় খেলায় আরামবাগ ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। এই ম্যাচটির মধ্য দিয়ে শেষ হল লিগের দ্বাদশ রাউন্ডের খেলা।
প্রথম পর্বে মুক্তিযোদ্ধার বিপক্ষে ৩-০ গোলের সহজ পেয়েছিল শেখ রাসেল। তবে দ্বিতীয় পর্বের ১-০ ব্যবধানে জয়টি ছিল কষ্টসাধ্য। দুই দলই প্রথমার্ধে আক্রমনের চেয়ে বল দখলে বেশি নজর দিয়েছে। তাই গোলশূন্যই ছিল এই অর্ধটি। ম্যাচের ৬৯ মিনিটে গোল পায় শেখ রাসেল। রাজুর লব পাস থেকে হেড করে গোল করেন উত্তম কুমার বণিক। এরপর সুযোগ পেয়েও সমতাসূচক গোল করতে পারেনি মুক্তিযোদ্ধা। তাই ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে শেখ রাসেল। এই জয়ে ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে শেখ রাসেল। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে মুক্তিযোদ্ধা।
দিনের শেষ ম্যাচে পিছিয়ে পড়েও রহমতগঞ্জের বিপক্ষে জয় পেয়েছে আরামবাগ। ম্যাচের মাত্র ২৬ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে রহমতগঞ্জকে এগিয়ে দেন দাউদা সিসে। তবে ৩৫ মিনিটেই সমতায় ফেরে আরামবাগ। সোহাগ রহমানের ফ্রি-কিক থেকে গোল করেন এনকুরুমেহ কিংসলে। প্রথমার্ধে আর গোল না হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গোল পায় আরামবাগ। ৪৮ মিনিটে রাজন মিয়ার ক্রস থেকে গোল করেন সুফিল। এরপর আর কোন দলই গোল করতে পারেনি। ৯০ মিনিটের খেলা শেষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আরামবাগ। ১২ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে দলটি। সমান ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট ১১। তারা আছে অষ্টম স্থানে।