সিলেটপোস্ট রিপোর্ট::মৌলভীবাজার সদর উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল লেখাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় ৩ দলীল লেখক আহত হয়েছে। এ ঘটনায় একটি নোহা মাইক্রোসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬নভেম্বর) বিকেলে একটি সন্ত্রাসী দল এ হামলা চালায়। এসময় অফিসের আসবাপত্র ভাংচুর করে তারা। এ ঘটনায় সন্ত্রাসীদের হামলায় ফয়সল আহমেদ(২৫), রাসেল আহমদ(৩৫) ও সুমন আহমদ(৩২) নামে তিনজন দলীল লেখক আহত হয়েছেন। আহতদের মৌলভীবাজার ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- সদর উপজেলার শেরপুর এলাকার মছদ্দর মিয়ার ছেলে রাজু মিয়া ও রাজনগর উপজেলার বাক্ষ্মণ গ্রামের রশিদ মিয়ার ছেলে লুকমান মিয়া।
দলীল লেখক সমিতির জেলা সভাপতি মসব্বির আলী জানান, সদর উপজেলার একাটুনা ইউনিয়নের সাবেক মেম্বার আক্কাস আলীর সাথে কোন এক দলীল লেখকের কথা কাটাকাটি হয়। বিষয়টি আমরা মিমাংসা করে দেই। এর মধ্যে তিনি তার ছেলে রুবেল আহমদ কে ফোন করে সন্ত্রাসী দলবল নিয়ে এসে অতর্কিত হামলা চালান।
মৌলভীবাজার মডেল থানার এসআই সেলিম হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আশপাশ থেকে জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ। সাথে একটি গাড়িও জব্দ করা হয়েছে।