সিলেটপোস্ট রিপোর্ট::হলিউডের হালের দুই হার্টথ্রব জেনিফার লরেন্স ও এমা স্টোন। তাদের বন্ধুত্বের কথা কারো অজানা নয়। হলিউড রিপোর্টারকে তারা জানালেন অতিপ্রতীক্ষিত ‘সিক্রেট’ প্রজেক্টের কথা।
সম্প্রতি সংবাদমাধ্যমটির সঙ্গে গোল টেবিল বৈঠকে অংশ নেন দুই তারকা। সেখানে উঠে আসে নানান কথা।
দুই তারকাকে একই সিনেমায় দেখা যাবে কি-না এমন প্রশ্নে বেশ মজা হয়।
এমা জানান, তার সঙ্গে কাজ করার জন্য জেনিফারকে পটানোর চেষ্টা করছেন। তার কাছে অনেকগুলো আইডিয়া আছে।
কিন্তু জেনিফার বললেন অন্য কথা। একটি কাজ নিয়ে কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে। তবে পুরো ব্যাপারটি ‘সিক্রেট’। এমাও জানালেন ‘সিক্রেট আইডিয়া’। প্রকাশ না করে গোপন রাখার চেষ্টা করছিলেন মাত্র!
দুই তারকা জানান, অতীতে একই চরিত্রের জন্য তারা অডিশন দিয়েছিলেন। এর মধ্যে রয়েছে ‘ইজি এ’। সিনেমাটিতে অভিনয় করেছিলেন এমা।
আরো জানালেন, একই সিনেমার জন্য অডিশন দেওয়া নিয়ে মজার মজার ঘটনা ঘটে।
শুধু দর্শকই নয়, সমালোচকদের গুডবুকেও রয়েছেন দুই তারকা। সিলভার লিনিংস প্লেবুক ও লা লা ল্যান্ড সিনেমার জন্য সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন যথাক্রমে জেনিফার ও এমা। তবে মনোনয়নের দিক থেকে এগিয়ে আছেন জেনিফার। তিনি উইন্টারস বোন, আমেরিকান হ্যাসল ও জয়ের জন্য মনোনয়ন পান। অন্যদিকে ‘বার্ডম্যান’-এর জন্য পার্শ্ব অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন এমা।