সিলেটপোস্ট রিপোর্ট::অবশেষে প্রতীক্ষার অবসান। বহুদিন থেকেই জল্পনা চলছিল শ্রীদেবী কন্য জাহ্নবী, সইফ কন্যা সারা-সহ বলিউডের স্টারকিডসদের বড় পর্দায় দেখতে কেমন লাগে।
বেশ কিছুদিন ধরেই শ্রীদেবী কন্যা জাহ্নবী এবং শাহিদ কপূরের ভাই ঈশান খট্টরকে নিয়ে বি-টাউনে গুঞ্জন চলছিল। সেই রহস্যের সমাধান করলেন কর্ণ জোহর।
ঈশান এবং জাহ্নবী।
বুধবার সন্ধ্যায় একটি টুইট করে কর্ণ জানান, ধর্ম প্রোডাকশনে আরও দুটো নাম জুড়ে গেল— জাহ্নবী এবং ইশান। সঙ্গে জানান, শশাঙ্ক খইতান পরিচালিত ‘ধড়ক’ ছবিতে দেখা যাবে এই ফ্রেশ জুটিকে। এর আগে ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’ এবং ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ ছবির পরিচালনা করেন তিনি।
এরপরেই জাহ্নবী এবং ঈশানের প্রচার করার জন্য একের পরে এক টুইট করতে থাকেন কর্ণ জোহর। বৃহস্পতিবার সকালে এই ‘ধড়ক’ ছবির প্রথম পোস্টারও টুইট করেন কর্ণ জোহর। সেই পোস্টার থেকেই জানা যায়, ২০১৮-র ৬ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ধড়ক’।
জাহ্নবী এবং ঈশানের মিষ্টি রসায়ন বোঝানোর জন্য বেশ কয়েকটি ছবিও প্রকাশ করেছে ধর্ম প্রোডাকশন।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, মারাঠি ছবি ‘সইরাত’ ছবির হিন্দি রিমেক হলো ‘ধড়ক’।
প্রসঙ্গত, শাহিদ কপূরের ভাই ঈশান খট্টর ইতিমধ্যেই ইরানের পরিচালক মাজিদ মাজিদির ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ ছবিতে কাজ করেছেন। তবে জাহ্নবীকে প্রথম এই ছবিতেই দেখা যাবে। অন্যদিকে, সইফ-কন্যা সারা আলি খানকে প্রথম দেখা যাবে ‘কেদারনাথ’ ছবিতে। বিপরীতে থাকবেন সুশান্ত সিংহ রাজপুত। ছবি মুক্তি না পেলেও এখন থেকেই পরস্পরের প্রতিযোগিনী হয়ে উঠেছেন জাহ্নবী এবং সারা।