সিলেটপোস্ট রিপোর্ট::বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ করবে জেনেই সরকারের ভীত নড়ে উঠেছে। তাই তারা একটি সাজানো নির্বাচন করতে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করছে। দেশের জনগণ শেখ হাসিনার অধীনে আর কোন নির্বাচন চায় না। অনির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে হঠাতে দেশবাসী আজ ঐকবদ্ধ। সহায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে দেশের মানুষ অনির্বাচিত সরকারের সকল হত্যা-গুম, নির্যাতন ও লুটপাঠের জবাব দিতে প্রস্তুত রয়েছে। বুধবার রাতে ছাতকের নোয়ারাই বাজারে পৌরসভার ১,২ ও ৩ ওয়ার্ড বিএনপি আয়োজিত সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম লয়েক শাহ’র সভাপতিত্বে এবং পৌর ছাত্রদলের সভাপতি তোফায়েল আহমদ ও ছাত্রদল নেতা ইমরান আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ছাতক পৌর বিএনপির সভাপতি সৈয়দ তিতুমীর, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান, দোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফুর রহমান খছরু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামছুর রহমান সামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, পৌর কাউন্সিলর জসীম উদ্দিন সুমেন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক খায়ের উদ্দিন, বিএনপি নেতা জাহেদুল ইসলাম আবাব, আব্দুল আলিম, রুকন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি বাকী বিল্লাহ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফি উদ্দিন, পৌর শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক রুহেল, স্বেচ্ছাসেবকদল নেতা তোফায়েল খান বিপন, আবুল হোসেন, যুবদল নেতা গোলাম মোস্তফা, আব্দুল করিম চন্দন, লিজন তালুকদার, কুতুব উদ্দিন, ছাত্রদল নেতা ফজুল আহমদ পাবেল, আব্দুল মুমিন মামনুন, ইজাজুল হক রনি, সাচ্ছা আবেদীন, এনামুল হক, নোমান ইমদাদ কানন, রাহেল আহমদ, কামরুল হসান রুকন, শাহ্ আলম, ফজলে রাব্বি, মাহিব আহমদ, প্রমুখ। সভায় শফি উদ্দিন, আখলুছ মিয়া, মাহিন চৌধুরী, কবির তালুকদার, বাহারাম আলী, মকদ্দুছ আলী, মহরম আলী, আব্দুল বারী, সুন্দর মিয়া, সুয়েব আহমদ সহ শতাধিক লোক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম পূরণ করেছেন।