সিলেটপোস্ট রিপোর্ট::বিএনপি সমর্থিত আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট এ.টি.এম ফয়েজ, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আতিকুর রহমান শাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল আহমদ নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেটের আদালত পাড়ায় ২নং বার হল লাইব্রেরির চতুর্থ তলায় ফোরামের তালিকাভুক্ত ভোটাররা সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করতে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চার জন্য আভ্যন্তরীণ নির্বাচন প্রথা এবারই প্রথম চালু করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা জানান, সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট নোমান মাহমুদ। এছাড়া নির্বাচন পরিচালনা করেন- সম্মেলন প্রস্তুতি কমিটির আহŸায়ক অ্যাডভোকেট ফারুক চৌধুরী, সিনিয়র সদস্য অ্যাডভোকেট নুরুল হক, অ্যাডভোকেট আখতার হোসেন খান, অ্যাডভোকেট আব্দুল গফফার, অ্যাডভোকেট আব্দুল মন্নান, অ্যাডভোকেট ফয়জুর রহমান জাহেদ ও অ্যাডভোকেট শামীম সিদ্দিকী।
তাদের সহযোগিতা করেন অ্যাডভোকেট এখলাছুর রহমান, অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট কবির আহমদ বাবর, অ্যাডভোকেট এজাজ উদ্দিন।
ফলাফল ঘোষণার সময় বক্তব্য রাখেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম শমিউল আলম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নব-নির্বাচিত সভাপতি জাতীয়তাবাদী অ্যাডভোকেট এটিএম ফয়েজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আতিকুর রহমান শাবু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইকবাল আহমদ।
উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট আব্দুল বাসিত, অ্যাডভোকেট এফ এম রুহুল আনাম চৌধুরী মিন্টু, অ্যাডভোকেট সারওয়ার আহমদ চৌধুরী আবদাল প্রমুখ।
এবার ফোরামের তালিকাভুক্ত ৩ শতাধিক ভোটার রয়েছেন বলে ফোরাম নেতৃবৃন্দ জানিয়েছেন। এদের মধ্যে বেশিরভাগ ভোটারই তরুণ। এ কারণে তাদের মধ্যে ভোট নিয়ে উৎসাহ বেশি লক্ষ করা গেছে।