সিলেটপোস্ট রিপোর্ট::সিলেট নগরীর নয়াসড়ক ও জেল রোড এলাকায় রাস্তা প্রশস্থকরণ কাজ পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
শুক্রবার বেলা ১২টার দিকে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী জেল রোড পয়েন্ট এলাকার উভয় পাশের রাস্তা প্রশস্থকরণ কাজ পরিদর্শন করেন।
এসময় সিসিক মেয়র বলেন, এ সড়কের প্রশস্থকরণ কাজ সম্পন্ন হলে নগরীর নয়াসড়ক, পূর্ব জিন্দাবাজ রোডে আর কোন যানজট থাকবেনা।
তিনি বলেন, নগরীর গুরুত্বপূর্ণ সড়কসহ ২৭টি ওয়ার্ডে বিভিন্ন রাস্তা প্রশস্থকরণ ও ড্রেনেজ সমস্যার সমাধান কাজ দ্রুত এগিয়ে চলছে। নগরীর নয়াসড়ক থেকে চৌহাট্টা, পুলিশ লাইন থেকে মীরের ময়দান সড়ক ও নয়াসড়ক থেকে জেল রোড সড়কের প্রশস্থকরণ কাজ সম্পন্ন হলে নতুন রূপে সাজবে এসব এলাকা। এছাড়া নয়াসড়ক থেকে চৌহাট্টা ও পুলিশ লাইন থেকে মীরের ময়দান ওয়ান ওয়ে রোডের মধ্যখানে নয়নাভিরাম গাছ লাগানো হবে। যা নগরবাসীর নজর কাড়বে।
পরে মেয়র নগরীর অন্যান্য এলাকার উন্নয়ন ও রাস্থা প্রশস্থকরণ কাজ পরিদর্শন করেন।
এসময় সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর, শামছুল হক, উপ সহকারী প্রকৌশলী ইসমাইলুর রহমান উপস্থিত ছিলেন।