সিলেটপোস্ট রিপোর্ট::বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে এখন পর্যন্ত সফল দুই দলের নাম ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দারুণ গতিতে এগিয়ে চলেছে দল দুটি। পয়েন্ট টেবিলে সবচেয়ে এগিয়েও তারা। সবার উপরে সাকিব আল হাসানের ঢাকা, দুইয়ে তামিম ইকবালের কুমিল্লা। সোমবার ছন্দে থাকা দুই দলের মুখোমুখি লড়াই। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচটি শুরু হবে বেলা ১টায়।
ঢাকা ও কুমিল্লা দুই দলেরই এবারের বিপিএল মিশন শুরু হয়েছিল সিলেট সিক্সার্সের বিপক্ষে হার দিয়ে। অপ্রত্যাশিত সেই হারের ধাক্কা সামলে উঠতে সময় নেয়নি তারা। পরের ৫ ম্যাচের ৪টিতেই জিতেছে ঢাকা। ১টি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট ভাগ করে নিতে হয়েছে। তাতে সবমিলে ৬ ম্যাচে ৯ পয়েন্ট দলটির।
ঢাকার চেয়ে এক ম্যাচ কম খেলেও মাত্র এক পয়েন্ট পিছিয়ে কুমিল্লা। ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে দলটির পয়েন্ট ৮। দুই দলের এদিন সুযোগ একে অপরের সঙ্গে ব্যবধান বাড়ানোর। কুমিল্লা জিতলে উপরে চলে যাবে ঢাকার। আর সাকিব আল হাসানের দল জিতলে পয়েন্ট টেবিলে দুই দলের ব্যবধান সামান্য হলেও বাড়বে।
তবে মাঠে দুই দলই দুরন্ত পারফর্ম করছে বলে ম্যাচের আগে কাউকেই এগিয়ে রাখার উপায় নেই। ঢাকা ডায়নামাইটসে সাকিব আল হাসান তো রয়েছেনই। ইভিন লুইস, শহীদ আফ্রিদি, সুনিল নারিন, কাইরোন পোলার্ডরাদের নিয়ে রিতীমত ভয় জাগানিয়া দল তারা। আর কুমিল্লার তামিমের সঙ্গে রয়েছেন ট্রাম কার্ড রশিদ খান, মারলন স্যামুয়েলস, জস বাটলাররা। সবমিলিয়ে দুপুরের মিরপুর যেন রোমাঞ্চের ঢালি নিয়েই অপেক্ষায়।