সিলেটপোস্ট রিপোর্ট::হবিগঞ্জের বানিয়াচঙ্গে সড়ক দুর্ঘটনায় ব্র্যাকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্র্যাক কর্মকর্তা মিলান কান্ত দাস (৩২) বানিয়াচং উপজেলার ইকরাম ব্র্যাক শিক্ষা অফিসের কর্মকর্তা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার থেকে শুরু হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পরিদর্শন যান মিলান কান্তি দাস। পরীক্ষা পরিদর্শন শেষ মোটরসাইকেলযোগে তিনি উপজেলার আগুয়া এলাকা হয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। কাউরিয়াকান্দি যাত্রাপাশা এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে সঙ্গে ধাক্কা লেগে আহত হন। পরে তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আরএমও ডা. বজলুর রহমান জানান, নিহতের মাথায় ও বুকে প্রচণ্ড আঘাত পাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে মিলানকান্তি দাসের।