সিলেটপোস্ট রিপোর্ট::ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে বিগ বসের ঘরে এসেছিলেন পপ গায়িকা পূজা জৈন। বুঝতে পারলেন না? ঢিনচ্যাক পূজার কথা বলা হচ্ছে।দিল্লির এই গায়িকা ইউটিউবে দারুণ জনপ্রিয়। বিগ বসের ঘর থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয় তাকে। তার এই বিপুল জনপ্রিয়তাও তাকে বিগ বসের ঘরে টিকিয়ে রাখতে পারেনি।
বিগ বসের ঘর থেকে বের হওয়ার পরই হঠাৎ হারিয়ে গিয়েছিলেন পূজা। বেশ কিছুদিন নাকি তার দেখা সাক্ষাৎ পাওয়া যায়নি।
কিন্তু, কোথায় ছিলেন তিনি? জানা যাচ্ছে, বিগ বসের পর আরও একটি রিয়েলিটি শো’য়ে খুব তাড়াতাড়ি দেখা যাবে ঢিনচ্যাক পূজাকে।
টাইমস অফ ইন্ডিয়া’র খবরে বলা হয়, ‘এন্টারটেইনমেন্ট কি রাত’ নামে একটি রিয়েলিটি শো’য়ে খুব তাড়াতাড়ি দেখা যাবে ঢিনচ্যাক পূজাকে।
‘এন্টারটেইনমেন্ট কি রাত’ শোয়ের সঙ্গে যুক্ত এক ব্যক্তি এই প্রসঙ্গে জানিয়েছেন, বিতর্কিত রিয়েলিটি শো’য়ে অংশগ্রহণ করার পরই আলোড়ন ফেলে দিয়েছেন পূজা। তাই ‘এন্টারটেইনমেন্ট কি রাত’ শো’য়ের জন্য তাকে বেছে নেওয়া হয়।
এই শো’য়ের মূল উদ্দেশ্য, শুধুই বিনোদন। আর ঢিনচ্যাক পূজা এই শো’য়ের জন্য একেবারে সঠিক।
ভারতের জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, ‘এন্টারটেইনমেন্ট কি রাত’ শো’য়ে সেলফি কুইন ঢিনচ্যাক পূজার সঙ্গে জনপ্রিয় তারকা দীপিকা ককর, আদিত্য নারায়ন, রবি দুবে, মৌনি রায়, মলিক্ষা আরজে, বলরাজ সায়াল এবং আরও অনেককে দেখা যাবে।