সিলেটপোস্ট রিপোর্ট::ভুয়া খবর ছড়ানোর জন্য বিভিন্ন দেশের রাজনিতিক ও সাধারণ মানুষ ফেসবুকের তীব্র সমালোচনা করছে। ভুয়া খবর ছড়ানো বন্ধে ফেসবুক কোনো কার্যকরী পদক্ষেপ এখনও গ্রহন করেনি। তবে সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা হলেও কমানোর জন্য তারা বিভিন্ন অ্যাপ বা গেম খেলার আমন্ত্রণ পাঠানো বন্ধ করে দিচ্ছে।
এখন থেকে আর আপনাকে ক্যান্ডিক্রাশ বা ফার্মভিল গেমের আমন্ত্রণ পাঠানোর জন্য আর কাউকে অভিশাপ দিতে হবে না।
গত বৃহস্পতিবার ফেসবুকের ডেভেলপার্স ব্লগের একটি পোস্টে অ্যাপের আমন্ত্রণ পাঠানো বন্ধ করে দেয়ার খবরটি জানানো হয়। নতুন রুপের ফেসবুকে কাউকে অ্যাপের মাধ্যমে গেম খেলার বা অন্য কোনো কিছু করার আমন্ত্রণ পাঠানো যাবে না। বর্তমানে ফেসবুকের পুরাতন ভার্সনে অ্যাপের আমন্ত্রণ পাঠানো গেলেও ২০১৮-এর ফেব্রুয়ারিতে এটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে।
অ্যাপের আমন্ত্রণ পাঠানো সর্বোচ্চ বিরক্তিকর অবস্থায় পৌঁছানোর পর সেটি ব্লক করারও একটি অপশন চালু করেছিল ফেসবুক। অ্যাপের নোটিফিকেশন পাওয়াটাই শুধু বিরক্তিকর না, ফেসবুকের অ্যাপের মাধ্যমে ভাইরাসও ছড়ানো হয়। বিভিন্ন গেমের অ্যাপের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ব্যপকভাবে চুরি করা হয়।
এবার অ্যাপের আমন্ত্রণ পাঠানো বন্ধ করে দিয়ে ফেসবুক ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য কিছুটা হলেও নিরাপদ করার পদক্ষেপ নিল।