সিলেটপোস্ট রিপোর্ট::বালাগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে গ০তকাল সোমবার সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্ম বার্ষিকী পালন অনুষ্ঠানে দু পক্ষের মধ্যে দাওয়া পাল্টা দাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে। এসময় ৪ জন আহত হয়েছেন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, বালাগঞ্জ উপজেলা সদরে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শান্তিপূর্ণ জন্ম বার্ষিকী অনুষ্ঠানে আওয়ামী লীগের ইন্দনে বিএনপি নামধারি উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. চুনু মিয়া স্থানীয় কিছু যুবক নিয়ে অনুষ্ঠানে হামলা করে। এসময় উপস্থিত নেতৃবৃন্দ দাওয়া করলে তারা পালিয়ে যায়।
অপরদিকে, উপজেলা ছাত্রদলের সহ সভাপতি জাহাঙ্গির আলম জানান জন্ম বার্ষিকী অনুষ্ঠান পালনের বিষয়টি সদর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে জানানো হয়নি। সদর বিএনপির সাংগঠনিক চুনু মিয়া না জানানোর কারন জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চুনু মিয়ার সাথে অসৌজন্য মুলক আছরন করেন। এতে উভয় পক্ষের মধ্যে দাওয়া পাল্টা দাওয়া ঘটনা ঘটে।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্য এস এম জালাল উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে। তবে এব্যাপারে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। দাওয়া পাল্টা দাওয়ার সময় মুজিবুর রহমান, মো. ছুনু মিয়া ও জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক মোমিনুল হক, বদরুল ইসলাম জাকির আহত হন।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি জায়গিরদার চৌধুরী বলেন, তিনি ঢাকায় অবস্তান করছেন অনুষ্ঠান দাওয়া পাল্টা দাওয়ার ঘটনা কিছুই জানেন না
বালাগঞ্জে বিএনপি’র দু পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৪
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন