সিলেটপোস্ট রিপোর্ট::প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ প্রকাশ পাওয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই। সেই লড়াইয়ে অনেক সময়েই পিছিয়ে পড়েছেন তিনি। কিন্তু থেমে যাননি। বহু সময়ে প্রশ্ন উঠেছে তার অভিনয়-ক্ষমতা নিয়ে। তবু বলিউডের জমি বিনা যুদ্ধে এক ইঞ্চি ছেড়ে দিতে নারাজ। তিনি সিদ্ধার্থ মালহোত্রা।
অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে প্রায়ই সিদ্ধার্থের সম্পর্কের কথা শোনা যায়। এ বিষয়ে তিনি বলেন,‘ আমি একা। তবে দিব্যি ব্যাচেলর জীবন উপভোগ করছি।’
ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ফ্যাশন নিয়ে সিদ্ধার্থ বলেন,‘প্রথমত ফ্যাশন মানে এটা নয় যে, কত দামি জামাকাপড় পরছি। কী পরে নিজের আরাম লাগছে, সেটাই আসল। আর কোনটা নিজের স্টাইলকে ফিট করছে, সেটাও জরুরি। আমার কাছে স্টাইল হল সেটাই, যা তোমার সম্পর্কে জাহির করবে, অথচ তোমাকে তা নিয়ে মুখ খুলতে হবে না।’