সিলেটপোস্ট রিপোর্ট::ইরাকের উত্তরাঞ্চলে এক আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে, এতে আহত আরও প্রায় ৪০ জন। মঙ্গলবার তুজ খুরমাতু শহরে হামলার ঘটনা ঘটে। আল জাজিরার সংবাদ।
জানা গেছে, দেশটির সালাউদ্দিন প্রদেশের তুজ খুরমাতু শহরে একটি জনবহুল মার্কেট চত্বরে ট্রাক বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী।
উল্লেখ্য, বাগদাদ থেকে ২০০ কিলোমিটার উত্তরের এই শহরটি কুর্দি ও তুর্কি অধ্যুষিত। গত কয়েক মাস ধরে এই শহরটিকে নিয়ে কুর্দির আঞ্চলিক সরকার ও ইরাকের কেন্দ্রীয় সরকারের মধ্যে বিরোধ রয়েছে। গণভোটের মাধ্যেমে স্বাধীনতার দাবিতে সোচ্চার কুর্দিদের নিয়ন্ত্রণে ছিল তুজ খুরমাতু শহর। পরবর্তীতে গত মাসে কুর্দি বাহিনীকে হটিয়ে শহরটি দখল নেয় ইরাকি সেনা।