
জানা গেছে, মঙ্গলবার বিকেলে শিশুটি তার চার বন্ধুর সাথে বাজিতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলছিল। এসময় একই গ্রামের সামসদ আলীর পুত্র লম্পট ইব্রাহীম(১৯) ঐ শিশুকে স্কুলের বাথরুমের ভেতরে ডেকে নিয়ে বলাৎকার করে।
শিশুটির চিৎকারে শুনে সাথে থাকা বাকি ৪ শিশু দৌঁড়ে এসে বাথরুমের দরজায় ডাকাডাকি করলে লম্পট ইব্রাহীম দরজা স্থানীয় লোকদের ভয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে শিশুটিকে তার বাবাসহ স্থানীয়রা উদ্ধার করে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠপন।
এব্যপারে দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। আমরা ঘটনা জানার সাথে সাথে আমাদের ফোর্স ঘটনাস্থলে পাটিয়েছি। ঘটনার সাথে জরিত আসামী ইব্রাহিমকে গ্রেফতারের চেষ্টা চলছে।