সিলেটপোস্ট রিপোর্ট::জনগণের রায় নিয়ে বিএনপি আবারও ক্ষমতায় আসবে : অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতিজাতীয়তাবাদী সমবায় দলের মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়েছে। মোঃ রফিকুল ইসলামকে সভাপতি, জসিম উদ্দিনকে সাধারন সম্পাদক ও মোঃ জহিরুল ইসলাম জহিরকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী সমবায় দলের মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটির অনুমোদন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি। বুধবার এ তথ্য নিশ্চিত করেন অধ্যক্ষ জ্যোতি। এদিকে উক্ত নতুন কমিটির নেতৃবৃন্দরা সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও নতুন কমিটির নেতৃবৃন্দকেও তাদের দলীয় বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ শুভাকাংখীরা শুভেচ্ছা জানিয়েছেন। তারাও দলের জন্য দৃঢ়ভাবে কাজ করার শপথ নিয়েছেন। এসময় সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি বলেন, আমাদের আশা ও বিশ^াস জনগণের রায় নিয়ে বিএনপি আবারও ক্ষমতায় আসবে। আর বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনবে এবং দেশের উন্নয়ন করবে। এজন্য বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস-চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে।
জাতীয়তাবাদী সমবায় দলের মালয়েশিয়া কমিটির অনুমোদন
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন