সিলেটপোস্ট রিপোর্ট::চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগের ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে গোলশূণ্য ড্র করেছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে ‘ডি’ গ্রুপের ম্যাচটি ড্র হওয়ায় অবশ্য বার্সার তেমন কোন ক্ষতি হয়নি। এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোল নিশ্চিত হয়ে গেছে দলটির। নিজেদের মাঠে জুভেন্টাসকে ৩-০ গোলে হারিয়েছিল লিওনেল মেসিরা।
স্পেন আর ইতালি দুই পরাশক্তির ম্যাচ বলে দর্শকরা তুমুল আগ্রহ নিয়ে বসেছিল। কিন্তু আসলে তেমন কিছুই হয়নি। বুধবার রাতের ম্যাচটি ছিল একেবারেই ম্যাড়ম্যাড়ে। বার্সা তাদের প্রথম একাদশে মেসিকে রাখলো না। সেটি কি দলের সেরা তারকাকে একটু বিশ্রাম দিতে? বার্সার জন্য ম্যাচটি যে তেমন চাপের কিছু ছিল না। ১ পেয়েন্ট পেলেই নিশ্চিত শেষ ষোলো।
জুভেন্টাস হারলেও তাদের শেষ ষোলোর আশা টিকে আছে এখনো। শেষ ম্যাচে অলিম্পিয়াকোসের মুখোমুখি হবে দলটি। যাদের প্রথম বারের দেখায় ৩-১ গোলে হারিয়েছিল জুভেন্টাস। স্পোর্তিং রয়েছে তৃতীয় স্থানে। দলটি এদিন জিতেছে অলিম্পিয়াকোসের বিপক্ষে ৩-১ গোলে। তাদের আশাও টিকে রয়েছে এখনো।
৫টি করে ম্যাচ শেষে ১১ পয়েন্ট বার্সার। দ্বিতীয় স্থানে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৮। স্পোর্তিংয়ের পয়েন্ট ৭ এবং অলিম্পিয়াকোসের ১।