সিলেটপোস্ট রিপোর্ট::দীর্ঘদিন ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন ভারতের ইনদোরের এক তরুণী। ঠিকমতো খেতেও পারছিলেন না। একদিন ব্যথা চরমে ওঠে। চিকিৎসকের কাছে গেলে অস্ত্রোপচারের পরামর্শ দেন। খবর আনন্দবাজার’র।
স্থানীয় সরকারি মহারাজা যশবন্ত রাও হাসপাতালে মঙ্গলবার ভর্তি হন ২৫ বছর বয়সী ওই তরুণী। অস্ত্রোপচার করার সময় চিকিৎসকরা তো রীতিমতো হতভম্ব। ওই তরুণীর পেটে ব্যথার আসল কারণ জানতে পারেন চিকিৎসকেরা।
প্রায় দেড় ঘণ্টার অস্ত্রোপচারের পর তরুণীর পেট থেকে বের হয় দেড় কিলোগ্রাম ওজনের চুলের একটি বল।
চিকিৎসক আর কে মাথুর জানান, অস্ত্রোপচারের জন্য পাঁচজনের মেডিকেল টিম তৈরি করা হয়েছিল।
চিকিৎসকদের কথায়, ওই তরুণী মানসিক রোগে ভুগছেন। তিনি নিজের মাথার চুল ছিঁড়ে খান। দীর্ঘদিন ধরেই ওই কাজ করার ফলে তার পাকস্থলীতে একটি বিরাট চুলের বল তৈরি হয়েছিল। অস্ত্রোপচার করে সেটি বের করা হয়েছে। তরুণীর অবস্থা এখন স্থিতিশীল বলেই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।