সিলেটপোস্ট রিপোর্ট::ফের বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনগণের সাথে তামাশা ছাড়া কিছুই নয় বলে অভিযোগ করেছে বাংলাদেশ ন্যাপ।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি এবং মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন।
বিজ্ঞপ্তিতে তারা বলেন, ‘ব্যর্থ ও জুলুমবাজ বর্তমান সরকার নিজেদের লুটপাটকে নির্বিঘ্ন করতেই সম্পূর্ণ অযৌক্তিকভাবে আবারও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে।’
তারা আরও বলেন, ‘বার বার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে প্রমাণ করেছে আওয়ামী লীগ জনগণের কল্যাণে রাজনীতি করে না। বরং ৫ জানুয়ারির একতরফা পাতানো, ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জবর দখল করে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করেছে।’
নেতারা বলেন, ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ যখন দিশেহারা তখন আবারও বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে সরকার জনগণকে দুর্বিসহ অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু জনগণ সরকারের এই অযৌক্তিক ও গণবিরোধী ষড়যন্ত্র মেনে নিতে পারে না।’
নেতৃদ্বয় গণবিরোধিতা পরিহার করে অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় জনগণ সরকারের অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলবে বলে তারা জানান।
তারা বলেন, ‘বর্তমান সরকার দেশ ও জনগণের সাথে প্রতিনিয়ত প্রতারণা করে চলেছে। বিদ্যুতের দাম বৃদ্ধির আগে কথিত গণশুনানীর নামে জনগণের সাথে রীতিমত তামাশা করা হয়েছে। কথিত শুনানী বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরোধিতা করা হলেও সরকারি দলের রাখব বোয়ালদের অবৈধ ও অনৈতিক পন্থায় পকেট ভারী করতেই বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে।’
শুধু তাই নয়, এর ফলে দেশের অর্থনীতি ও উন্নয়ন কর্মকাণ্ডে মারাত্মক নেতিবাচক প্রভার পড়বে এবং দেশের সার্বিক উন্নয়ন ক্ষতিগ্রস্ত হবে। বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন খরচ বাড়বে এবং দেশে ভীষণভাবে মূল্যস্ফীতি দেখা দেবে। যা দেশের প্রান্তিক জনগোষ্ঠির স্বাভাবিক জীবন-যাত্রাকে হুমকির মুখে ফেলবে বলেও মন্তব্য করেন নেতারা।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি আবারও বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয়।