সিলেটপোস্ট রিপোর্ট::ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ‘মধ্যপ্রাচ্যের নয়া হিটলার’ হিসেবে আখ্যায়িত করেছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান।
সৌদি আরব ও ইরানের মধ্যে আঞ্চলিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে সৌদি যুবরাজ এ কথা বললেন। নিউইয়র্ক টাইমস-এ বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাতকারে মোহাম্মদ বিন সালমান বলেন, ইরানের সর্বোচ্চ নেতা ‘মধ্যপ্রাচ্যের নয়া হিটলার’।
তিনি আরও বলেন, ‘ইউরোপে যা ঘটে গেছে, মধ্যপ্রাচ্যে যাতে তার পুনরাবৃত্তি না ঘটে সেটা খুবই গুরুত্বপূর্ণ।’
তবে ইরান এবিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
গত ৪ নভেম্বর ইয়েমেন থেকে নিক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র রিয়াদ বিমানবন্দরের কাছাকাছি সৌদি নিরাপত্তা বাহিনী আকাশেই ধ্বংস করে দেয়। হুথি বিদ্রোহীরা এ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করে।
ওই ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে সৌদি আরব এবং ইরান তিক্ত বাকযুদ্ধে লিপ্ত হয়। সৌদি এই হামলার পেছনে ইরানকে অভিযুক্ত করে। অভিযোগ প্রত্যাখ্যান করে ইরান বলেছে, ইয়েমেনে সৌদির চলমান আগ্রাসনের জবাব দিয়েছে হুথি।