সিলেটপোস্ট রিপোর্ট::জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ঐতিহাসিক দলিলের স্বীকৃতি পাওয়ায় জেলা প্রশাসকের উদ্যেগে শনিবার সারা দেশের ন্যায় সিলেটে ও আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে এক বর্ণাঢ্য র্যালি নিয়ে অংশ গ্রহণ করেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সহকারী কমান্ডার আতিক আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা আখলু মিয়া, রইছ আলী, মনির উদ্দিন, ইউনুছ আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সালাহ উদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক জবরুল হোসেন, সারওয়ার চৌধুরী, পলি সেন, যুব কমান্ডের শাহীন আহমদ চৌধুরী নয়ন, বদরুল হাসান প্রমুখ।