সিলেটপোস্ট রিপোর্ট::অসুস্থ সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন ও সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (২৫ নভেম্বর) বাদ জোহর মহানগর বিএনপির উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি মুফতি বরনূর সায়েক, যুগ্ম সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ তৌফিকুল হাদী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী, বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সত্তার মামুন, সহ-শিল্প সম্পাদক নজির হোসেন, সদস্য আব্দুস সোবহান, এম মখলিছ খান, শেক কবির আহমদ, সেলিম আহমদ, মুফতি রায়হান উদ্দিন মুন্না, কাজী নয়মুল আলম, মাহবুব আহমদ চৌধুরী, আব্দুর রব, রুম্মান আহমদ রাজু, আশফাক সিদ্দিকী রাহাত প্রমুখ।