সিলেটপোস্ট রিপোর্ট::ফেঞ্চুগঞ্জে গলায় ফাঁস লাগা মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তি উপজেলার ভেলকুনা গ্রামের আব্দুল মান্নানের পুত্র রমিজ উদ্দিন (৩১)।
ফেঞ্চুগঞ্জ থানার এসআই ফারুক খন্দকার জানান, শুক্রবার দিবাগত রাতে রমিজ উদ্দিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ভোর উনার ভাই ফয়েজ উদ্দিন ফজরের নামাজ পড়তে বের হলে বাড়ির পাশে একটি গাছে উনার ভাই রমিজ উদ্দিনের গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান।
তারা চিৎকারে ঘরের লোকজন ছুটে এসে জীবিত মনে করে দড়ি কেটে রমিজ উদ্দিনকে উদ্ধার করেন।
পরে মৃত দেখে ফয়েজ উদ্দিন বাদী হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা দায়ের করলে এসআই ফারুক খন্দকার গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্ররন করেন।