সিলেটপোস্ট রিপোর্ট::মিশরে ভয়াবহ জঙ্গি হামলার দিনেই ফের লন্ডনে বন্দুকধারীর হামলা। শুক্রবার মধ্য লন্ডনের অক্সফোর্ড সার্কাস স্টেশনে বেশ কয়েক রাউন্ড গুলি চলল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ঘটনায় এক মহিলা জখম হয়েছেন। স্টেশন খালি করে দেওয়া হয়েছে। সশস্ত্র পুলিশকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিনও গিয়েছে।
স্কটল্যান্ড ইয়ার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘জঙ্গি হামলা হিসেবেই এই ঘটনাটিকে দেখছে পুলিশ। বৃটিশ ট্রান্সপোর্ট পুলিশের সঙ্গে সশস্ত্র ও নিরস্ত্র পুলিশকর্মীরা এই ঘটনার মোকাবিলা করছেন।’
অক্সফোর্ড সার্কাস স্টেশনের আশেপাশে বহু দোকানপাট রয়েছে। বহু মানুষ ব্ল্যাক ফ্রাইডে সেলে বিভিন্ন পণ্য কেনার জন্য সেখানে জড়ো হয়েছিলেন। বন্দুকবাজ হামলা চালাতেই দ্রুত সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে দেয় পুলিশ। ট্যুইট করে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানায়, ‘অক্সফোর্ড সার্কাস স্টেশনের পাশাপাশি বন্ড স্ট্রিট টিউব স্টেশনও বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে ওই অঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা সেখানে আছেন, তারা যেন বাড়ির মধ্যেই থাকেন।’