সিলেটপোস্ট রিপোর্ট::সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছেন।
তার নাম ফারুক মিয়া (৩৫)। তিনি লক্ষণছড়া গ্রামের জলফু মিযার ছেলে।
জানা গেছে, শুক্রবার সোনারহাট সীমান্তের ১২৬৬ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করেন ফারুক মিয়া।
এসময় তাকে দেখে ভারতীয় খাসিয়ারা গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই ফারুক মিয়া নিহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসেন।
পশ্চিম জাফলং ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নিবার্হী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, শুক্রবার দুপুরে ফারুক মিয়া অবৈধভাবে ভারতে প্রবেশ করলে স্থানীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।