সিলেটপোস্ট রিপোর্ট::সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জনাব মিফতাহ্ সিদ্দিকীকে দেখতে আজ রাত ৯.০০ ঘটিকায় সিলেট নগরীর নুরজাহান হাসপাতালে আসেন সাবেক প্রাধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী।
এসময় চেয়ারপার্সন এর উপদেষ্টার সাথে আরও উপস্তিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মইনউদ্দিন সোহেল, যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাহবুবুল হক চেীধুরী, বিএনপি নেতা মনিরুল ইসলাম, শফিকুর রহমান টুটুল, কামরুজ্জামান দিপু, ফয়জুল ইসলাম সুমন, আজিজুর রহমান আজিজ, মনজুর হোসেন মজনু, ছাত্রদল নেতা আব্দুল হাসিম জাকারিয়া, আব্দুর রউফ, কাউসার হোসেন রকি, হোসেন খান ইমাদ সহ প্রমুখ।
এসময় তিনি ১/১১ পরর্বতী এবং বর্তমান সময়ে রাজপথে বিএনপির দলীয় আন্দোলন সংগ্রামে জনাব মিফতাহ্ সিদ্দিকীর ভূয়সী প্রশংসা করেন এবং তার দ্রুত সুস্ততা কামনা করেন। পাশাপাশি তিনি মিফতাহ্ সিদ্দিকীর পরিবারের খোঁজ খবর নেন।
উলেখ্য, জনাব মিফতাহ্ সিদ্দিকী বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি আছেন।