সিলেটপোস্ট রিপোর্ট::আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং বিয়ের মওসুমে স্থানীয় বাজারে চাহিদা বাড়ার কারণে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। রোববার থেকে নতুন দাম কার্যকর হবে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম ১ হাজার ৪০০ টাকা বেড়েছে। অন্যান্য মানের স্বর্ণের দাম বেড়েছে ভরিতে ৫৫০ থেকে এক হাজার ২৮৩ টাকা পর্যন্ত।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিলিয়ে স্বর্ণের মূল্য সমন্বয় করে আসছে বাজুস। সর্বশেষ দুই মাস আগে স্বর্ণের দাম কমানো হয়েছিল।
এবার আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পাপাপাশি নভেম্বর ও ডিসেম্বর মাস বিয়ের মওসুম হওয়ায় চাহিদার কথা মাথায় রেখে স্বর্ণের দাম বেড়েছে।