সিলেটপোস্ট রিপোর্ট::সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় একটি রিকশায় লেগুনার ধাক্কায় তানহা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ধর্মপাশা-জয়শ্রী সড়কের ধর্মপাশা সদর ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশু তানহা কিশোরগঞ্জের তাড়াইর উপজেলার শামুকজানী গ্রামের রাসেল আহমদের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেশ কয়েক দিন আগে শিশু তানহা মায়ের সঙ্গে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার শামকজানী গ্রাম থেকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসে। সকালে তাড়াইলে যাওয়ার উদ্দেশে রিকশায় করে ধর্মপাশা যাওয়ার পথে উপজেলার জয়শ্রী থেকে ধর্মপাশাগামী একটি দ্রুতগামী লেগুনা শিশু তানহা ও তার মাকে বহনকারী রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ রিকশাটি সড়কের নিচে পাড়ে যায়।
পরে স্থানীরা শিশু তানহা ও তার মাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু তানহাকে ময়মনসিংহ মেডিকের কলেজ হাসপাতালে পাঠান। এ সময় ময়মনসিংহে যাওয়ার পথে শিশুটি দুপুর ১২টার দিকে মারা যায়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুরঞ্জিত তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।