সিলেটপোস্ট রিপোর্ট::মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাচীনতম দুটি মূর্তি ভাঙ্গার খবর পাওয়া গেছে। শনিবার গভীর রাতে শ্রীমঙ্গল শহরতলীর শাহজীবাজার সংলগ্ন ভৈরবথলীতে এ ঘটনা ঘটে। সেখানে ভৈরব মূর্তির হাত ও মনষা দেবীর মুখ ভাঙ্গা হয়েছে।
ভৈরবতলীর সেবাইত বন কুমার দাস বলেন, ‘রাতে ঠিক দেখে ঘুমিয়ে ছিলাম। সকাল ৭টার দিকে উঠে দেখি ভৈরব এর বাম হাত ও মনসা দেবীর মুখমণ্ডল ভাঙ্গা। দেখে মেম্বারসহ আশপাশের লোকজনকে জানাই।’
ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল, ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল শীল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অজয় দেব, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সনজয় রায় রাজুসহ অন্যরা।
এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল রায় বলেন, ‘যে মূর্তির হাত ভেঙ্গেছে তার পা ভেঙ্গে দিবো আমরা। আর সেটা হবে আইনের মাধ্যমে।’
তিনি বলেন, ‘ঘটনা অনেক বড়। শ্রীমঙ্গলে হিন্দু আর মুসলমানের সম্প্রীতি আট-দশজনের সম্প্রীতি নয়। আমরা প্রকৃত চোর বা খারাপ মানুষের জন্য হাজার হাজার মানুষকে খারাপ চোখে নিবো না।’
‘আমরা আমাদের জনগণের মনোবল ভাঙ্গার কোনো কাজ করবো না। আমরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে অন্যায়কারীকে প্রতিরোধ করব। মূর্তি হলো ভগবানের প্রতিচ্ছবি। যেহেতু সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলেছি তাই সেটা বজায় রেখে যাবো,’ যোগ করেন ভানুলাল।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল বলেন, ‘গতকাল একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। যেই এটি করে থাকুক আমরা তদন্ত করে তাকে আইনের মাধ্যমে শাস্তি প্রদানের ব্যবস্থা করবো।’