সিলেটপোস্ট রিপোর্ট::হবিগঞ্জে এমপি কেয়া চৌধুরীর উপর হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। রোববার দুপুরে এ অবরোধের ফলে সড়কের দুইপাশে যানবাহন আটকা পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর বিকেলে বাহুবল উপজেলার মিরপুরে একটি সভায় এমপি কেয়া চৌধুরীর উপর হামলা করে একদল দুর্বৃত্তরা। এ ঘটনার পর থেকেই স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগসহ এলাকাবাসী হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান ধর্মঘটসহ বিভিন্ন আন্দোলন করে আসছে।
ঘটনার এক সপ্তাহ পর স্থানীয় ইউপি সদস্য পারভীন আক্তার বাদী হয়ে তারা মিয়া শাহেদসহ ১৫জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এখনও কোনো আসামিকে আটক করতে পারেনি পুলিশ।
এ পরিপ্রেক্ষিতে রোববার দুপুর ১২টার দিকে বাহুবল উপজেলা সন্ত্রাস দুর্নীতি প্রতিরোধ কমিটির ডাকে মহাসড়ক সড়ক অভরোধ করে রাখে হাজার হাজার লোকজন।
খবর পেয়ে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন ও বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলীর ঘটনাস্থলে পৌঁছে হামালাকরীদের এক সপ্তাহের মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলে দুপুর একটার দিকে অবরোধ স্থগিত করা হয়।
এ সময় বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শিগগিরই আসামিদের গ্রেফতার করা হবে।
তিনি বলেন, প্রতিদিনই আসামিদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন জানান, এমপি কেয়া চৌধুরীর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করা হবে।
বাহুবল উপজেলা সন্ত্রাস দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন বলেন, প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা অবরোধ স্থগিত করেছি। যদি দ্রুত তাদেরকে গ্রেফতার করা না হয় তাহলে আগামীতে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।