সিলেটপোস্ট রিপোর্ট::ঢালিউডের একসময়ের রাজপুত্র মান্নার ছেলে সিয়াম ইলতেমাস নায়ক হিসেবে আসছেন এ খবরে চাউর পুরো চলচ্চিত্রপাড়া। কিন্তু খবরটি উড়িয়ে দিয়েছেন মান্নার স্ত্রী শেলী কাদের। তিনি রোববার এক ফোনালাপে বিষয়টি নিশ্চিত করেছেন।
শেলী বলেন, ‘আমাদের ছেলে তো এখনো ছোট। ওকে নায়ক বানাবো এ কথা তো কোথাও বলেনি। তাছাড়া ওরতো ইচ্ছেও নেই নায়ক হবার। সে সিনেমা নিয়ে পড়াশোনা করছে। সেটা শেষ হতে লাগবে তিন-চার বছর। ওর ইচ্ছে পরিচালনায় আসায়।’
বর্তমানে মান্নাপুত্র সিয়াম আমেরিকার সান্টা মনিকা কলেজে ‘ফিল্ম অ্যান্ড টিভি প্রোডাকশনস’-এ লেখাপড়া করছেন। মালেক আফসারীর ‘এই ঘর এই সংসার’ রিমেক হবে মান্নার প্রতিষ্ঠিত কৃতাঞ্জলী কথাচিত্র থেকে। গুঞ্জন উঠে এটিতে নায়ক হচ্ছেন মান্নাপুত্র সিয়াম।
সিয়াম নায়ক হচ্ছেন না বললেন মালেক আফসারীও। তিনি বলেন, ‘প্রথমত ও সিনেমা নিয়ে পড়াশোনা করছে। ওর অনেক ইচ্ছে পরিচালনায় আসায়। তবে হয়ত একটা ছবিতে নায়ক হিসেবে দেখা যেতে পারে। সেটা তার পুরো ক্যারিয়ারে প্রথম ও শেষ হতে পারে।’
তাহলে সেটা কি ‘এই ঘর এই সংসার’- এমন প্রশ্নে মালেক আফসারী বলেন, ‘না না ওই ছবিতে সিয়াম নায়ক হচ্ছে না। সে কৃতাঞ্জলী কথাচিত্রের অন্য কোনো ছবিতে নায়ক হতে পারে। তবে সবকিছুই তার নিজের ইচ্ছের উপর নির্ভর করছে।’
তিনি আরও বলেন, ‘সে যদি নায়ক হতে রাজি হয়, তাহলে তাকে নিয়ে অ্যাকশন ছবি বানানোর ইচ্ছে আমার। তবে সেটা যদি তারা প্রযোজক হিসেবে চায় তাহলে হবে, আর না হলে হবে না।’
সম্প্রতি কাকরাইলে নায়ক মান্নার প্রতিষ্ঠিত কৃতাঞ্জলি কথাচিত্রের সঙ্গে মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ পরিবেশনা চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানেই সাংবাদিকের সঙ্গে আলাপচারিতায় মালেক আফসারী মান্নাপুত্র সিয়ামের নায়ক হওয়ার ব্যাপারটি তোলেন।
নায়ক মান্নার চলচ্চিত্রে অভিষেক ঘটে আশির দশকে। তিনি প্রায় দুইশ’ ছবিতে অভিনয় করেন। তার অভিনিত উল্লেখযোগ্য ছবি হচ্ছে- কাশেম মালার প্রেম, আম্মাজান, শান্ত কেন মাস্তান, বীর সৈনিক, দেশ প্রেমিক, মান্না ভাই প্রভৃতি।
ঢালিউডে ‘মহানায়ক’ খ্যাতি পাওয়া মান্না ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মারা যান।