সিলেটপোস্ট রিপোর্ট::বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শফি আহমদ চৌধুরী বলেছেন, দ্রব্যমূল্য উর্ধ্বগতির কারনে মানুষ আজ দিশেহারা। দফায় দফায় বিদ্যুতের দামও বাড়ছে। পিয়াজের কেজি গিয়ে পৌছেছে একশ টাকায়। চালের বাজারেও চরম অস্থিরতা। অথচ বর্তমান সরকার বলছে দেশ নাকি উন্নয়নের জোয়াড়ে ভাসছে।
তিনি বর্তমান সরকারের পদত্যাগ দাবি করে বলেন, এই সরকারের আমলে দেশের কোন উন্নয়ন হয়নি। বরং সারা দেশের যোগাযোগ ব্যবস্থা’সহ সর্বক্ষেত্রে ধবংশ নেমে এসেছে। যেভাবেই হোক এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে হবে। স্বৈরাচার হঠাতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
রোববার (২৬ নভেম্বর) দক্ষিণ সুরমার মোগলাবাজার ও জালালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে মোগলাবাজারে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
জেলা বিএনপির সদস্য মইনুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- এলাকার মুরব্বী ওয়াব আলী, সাবেক মেম্বার তফজ্জুল আলী, বিএনপি নেতা চান্দ আলী, আলা উদ্দিন, ইরা মিয়া, দাউদপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী শামসুর রহমান শামীম, ছাত্রদল নেতা শফি খান, শেখ বাবরুল হোসেন ও তুহিন আহমদ প্রমুখ।