সিলেটপোস্ট রিপোর্ট::প্রয়াত নায়ক মান্নার স্ত্রী শেলী কাদের বেশ ক্ষুব্ধ। আর তার কারণ হচ্ছে অনলাইন দুনিয়ায় বিভিন্ন জনের করা ‘আপত্তিকর মন্তব্য’। তিনি পরিবর্তন ডটকমের সঙ্গে রোববার এক আলাপচারিতায় এ বিষয়ে কথা বলেন।
শেলী বলেন, ‘আমি বুঝি না আমাদের দেশে কারা ইউটিউব, ফেসবুক, ম্যাসেঞ্জার এসব ব্যবহার করেন। তারা এমন সব মন্তব্য করেন শুনলে মনে হয় তারাই দুনিয়ার সব কিছু জানেন, বুঝেন আর আমরা কিছু জানি না, বুঝি না।’
তিনি বলেন, ‘সম্প্রতি জায়েদ খান তার প্রযোজিত ‘অন্তর জ্বালা’ ছবিটি মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি থেকে পরিবেশনা করতে চাইছিল। মান্না মারা যাওয়ার পর থেকে আমরা নতুন করে কোনো ছবি প্রযোজনা না করলেও আগের ছবিগুলো নিয়মিত বিভিন্ন সিনেমা হলে এ অফিসের মাধ্যমে চলছিল। জায়েদের ছবিটি নিয়ে কিছু কথা আমি বিভিন্ন চ্যানেল, পত্র-পত্রিকায় বলেছিলাম। সেখানে মানুষ এমন সব মন্তব্য করলো!’
‘অন্তর জ্বালা’র পরিবেশক হিসেবে কৃতাঞ্জলি কথাচিত্র অনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু উপলক্ষে প্রতিষ্ঠানটির কাকরাইল অফিসে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শেলী কাদের। তিনি নতুন করে সিনেমা প্রযোজনায় ফিরছেন তা জানান। সে বক্তব্যের নিচে অনেককেই বাজে মন্তব্য করতে দেখা যায়। এরমধ্য অনেকেই বলেন, ‘সিনেমা বাদ দিয়ে নামাজ রোজা করেন।’ এছাড়া অনেক মন্তব্য এ প্রতিবেদনে প্রকাশের অযোগ্য।
বেশ ক্ষুব্ধ স্বরে শেলী বলেন, ‘আমি নামাজ পড়ি নাকি পড়ি না তারা কিভাবে জানে? আরে আমি কতটুকু আল্লাহকে মানি তা আমার কাছের লোকজন জানে। তারা শেখানোর কে?’
মান্নার মারা যাওয়ার পর তার সন্তানদের নিয়ে সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মান্না মারা যাওয়ার পরে তো আমার জীবন থামিয়ে রাখতে পারিনি। আমাকে হাসতে হয়েছে, সবার সাথে মিশতে হয়েছে- কেউ তো আমার ভিতরের কষ্টটা দেখেনি। আমাদের সন্তানদের মানুষ করতে আমাকে চাকরি করতে হয়েছে। আল্লাহর কাছে দয়া চেয়েছি, শক্তি প্রার্থনা করেছি- এসব কেন তাদেরকে বলতে যাবো?’
‘তারা বলছে- জায়েদ অভিনয় পারে না। একটা ছেলের চেষ্টাকে তারা সাধুবাদ জানাতে পারে না। মান্নার তো প্রথম দিকে অনেক ছবি ভালো হয়নি। তাই বলে কি ও মান্না হয়নি। মানুষকে সম্মান দিতে জানে না এরা কেমন দর্শক?’ জায়েদকে নিয়ে করা একটি মন্তব্যের উল্লেখ করে বললেন শেলী।
আইসিটি অ্যাক্টে বা অন্য কোনো আইনে এ ধরনের মন্তব্যকারীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যায় কিনা এ ব্যাপারেও চিন্তা-ভাবনা করছেন বলে জানালেন তিনি।