সিলেটপোস্ট রিপোর্ট::বাংলাদেশ আইনজীবী সহকারি সমিতি, সিলেট জেলা শাখার পাঁচতলা বিশিষ্ট ভবন নির্মিত হচ্ছে।সোমবার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দুপুরে সিলট জজকোর্ট প্রাঙ্গনে ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে আইনজীবী সহকারী সমিতির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. গোলাম মর্তুজা মজুমদার।
সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন আফাজের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ লালা, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হোসেন আহমদ, সিনিয়র এ্যাডভোকেট আক্তার হোসেন খান, এ্যাডভোকেট আব্দুল গাফফার, সিলেট জেলা আইনজীবী সমিতির সমাজ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মো.এজাজ উদ্দিন, সহ-সমাজ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সেলিম মিয়া, সিলেট জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোজাহিদ উদ্দিন চৌধুরী, সিলেট জেলা জজ আদালতের নাজির আব্দুল কুদ্দুছ, সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাকিল আহমদ, সিনিয়র সদস্য মঈন উদ্দিন আহমদ, দিলাল উদ্দিন আহমদ, জমির উদ্দিন, আবুল কালাম আজাদ, ফরিদ আহমদ, বশির উদ্দিন, প্রণয় চক্রবর্তী পুলক, সুনিল চন্দ্র পাল, দিলীপ চন্দ কর, বিপুল চন্দ্র দাশ, শরিফ আহমদ, শাহনুর আহমদ, বিজন বিহারী দাস, আব্দুল খালিক, আতাউর রহমান চৌধূরী রুকেল প্রমুখ।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির কার্যকরী কমিটির সহ-সভাপতি আব্দুল মুকিত, সাহ-সাধারণ সম্পাদক বীরেন্দ্র চন্দ্র মল্লিক, সাংগঠনিক সম্পাদক মো. ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক মিন্টু দাশ মিটু, কোষাধক্ষ্য গোলাম মোস্তফা, সদস্য সজিচব কুমার চন্দ, সুলতান আহমদ চৌধূরী, শাহ মো. এমাদুল হক রাজন, শেখ হাছানুজ্জামান, রোমান আহমদ, এনামুল হক, নুরুল হক নাহিদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির সিনিয়র সদস্য নজমুল ইসলাম খান ও গীতাপাঠ করেন শ্রী দিলীপ চন্দ্র চৌধুরী।